এদের সিস্টেম টা বুঝতে একটু সময় লাগবে। সব গুলিয়ে যাচ্ছে।
(The following text is written in #Bengali language about account creation and use of #Nostr)
====
বাংলায় নস্ত্র, সোস্যাল মিডিয়ার এ এক দারুণ অস্ত্র!
আপনার শুধু একটি একাউন্ট তৈরী করলেই হবে, সেটা যেখানেই হোক। ঐ একটি একাউন্টের সঙ্গে মনে রাখবেন তিনটে ব্যাপার:
১) আপনার আইডি আর তার সঙ্গে সমন্বিত NIP05 একসটেনশন, ধরুণ আমার নাম arinbasu@iris.to, আমি iris.to সাইটে গিয়ে আমার আইডি তৈরী করেছি। আপনি অন্য কোথাও করতে পারেন, তিনটে জায়গা (প্রচুর আছে):
* iris.to
* coracle.social
* astral.ninja
https://thebitcoinmanual.com/articles/setup-nostr-account/
এই ওয়েবসাইটটায় ভাল করে একাউন্ট তৈরী বোঝানো হয়েছে, তবে ব্যাপারটা খুব সহজ |
একাউন্ট তৈরীর পর আপনার একটা public key আর একটা private key পাবেন। প্রাইভেট চাবিটিকে পাসওয়ার্ডের মত করে ব্যবহার করবেন, পারতপক্ষে পারলে কপি পেস্ট করবেন না, সেই জন্য এ্যাপ ব্যবহার করলে ভাল হয়। আপনি ব্রাউজারের অ্যাপ, আর ফোনের অ্যাপ, ট্যাবের অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
তবে যে কারণে নস্ত্র আর সবাইকে টেক্কা দিতে পারে, সেইটে একে ব্যবহার করা নিয়ে। এই যে একবার একটা আইডি তৈরী করলেন, এতেই আপনি গোটা নস্ত্রকে ধরতে পারবেন, যে যেখানে যা লিখছেন সব একজায়গায় দেখতে পাবেন, যেখানে খুশী লিখতে পারবেন, সব কিছু সব কিছুর সঙ্গে যুক্ত, এবং সবকিছু আপনার নিয়ন্ত্রণে, মানে আপনি যে ডিভাইসে দেখছেন, সেখানে রাখা থাকে। যার জন্য একটু খেয়াল রাখবেন পাবলিক ডিভাইসে নস্ত্র ব্যবহার না করাই ভাল।
আপনি নস্ত্র ব্যবহার করবেন "ক্লায়েন্টে" (বাংলায় অ্যাপ, ;-) )। ব্রাউজারের ক্লায়েন্ট, আর ফোন/ট্যাবলেটের ক্লায়েন্ট |
ক্লায়েন্ট --> আপনার লেখা/ছবি/ভিডিও --> পাঠাবে Relay তে --> আপনার বন্ধু Relay থেকে তাঁর ক্লায়েন্টে টেনে নেবেন আপনার পাঠানো ছবি/লেখা/কথা | ক্লায়েন্ট আর Relay র খেলা, যার জন্য গোটা ব্যাপারটা এত সহজ আর সোজাসাপটা। আপনি ঠিক করবেন আপনি কি দেখবেন, কোথায় দেখবেন, কিভাবে দেখবেন।
Discussion
এমনিতে সিস্টেমটা খুব সহজ, আমি যখন প্রথম শুরু করেছিলাম , আমারও খুব গুলিয়ে যাচ্ছিল, এতটাই যে, এমনকি আমি #ফেডিভারসে গিয়ে লিখে এলাম এ আমার পছন্দের নয়। কিন্তু পরে দেখলাম এ এক দারুণ সিস্টেম করেছে।
ব্যাপারটা পুরোটাই আপনার client আর relay র খেলা।
আপনি মোবাইল, বা ব্রাউজার, যেখানেই হোক, একটি অ্যাপ ইনস্টল করুন, তাতে দেখবেন আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে iris.to দিয়ে শুরু করেছি এবং মাঝে মাঝে ব্যবহার করি বটে, তবে আমার মনে হয় অন্যান্য কয়েকটি অ্যাপ আরো ভাল, যেমন
coracle.social
(https://coracle.social/login)
সবার আগে একটা ব্রাউজার অ্যাপ ডাউনলোড করুন।
আপনি যদি গুগল ক্রোম বা ক্রোমিয়াম টাইপের ব্রাউজার ব্যবহার করেন, তাহলে Flamingo (https://www.getflamingo.org/) নামের অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন, নাহলে আপনি যদি Firefox ব্যবহার করেন, তাহলে অবশ্য nox2x-fox (https://addons.mozilla.org/en-US/firefox/addon/nos2x-fox/) এইটাই পাবেন।
ব্রাউজার অ্যাপ ডাউনলোড করে অ্যাপটায় আপনার একাউন্টের পাসওয়ার্ড মানে `nsec1...` দিয়ে যে সিক্রেট কি, সেইটে লোড করে নিন।
তারপর, ব্রাউজারে coracle.social এ লগ ইন করুন। দেখবেন আপনি যাদের ফলো করছেন তাদের সমস্ত পোস্ট পড়তে পারবেন, লিস্ট তৈরী করতে পারবেন, ইত্যাদি।
তবে এটা শুরু, আসল ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে আপনার relay গুলোকে ব্যবহার করবেন।
একটা মত হল, যত বেশী রিলে পারবেন তাতে সাবস্ক্রাইব করুন, তাতে আপনার লেখা তত বেশী ক্লায়েনটের কাছে ছড়িয়ে যাবে। আর আপনিও প্রচুর লোকের পোস্ট দেখতে পাবেন।
ব্যাপারটা এইরকম: আমি আর আপনি যদি একই রিলেতে লিখি/পড়ি, তাহলে আপনি আমার আর আমি আপনার লেখাগুলো দেখতে পাব | সেটা না হলে (মানে ধরুন আমার আর আপনার মধ্যে একটাও common relay নেই), আমি আপনি আমাদের কারো কোন লেখা পড়তে পারব না।
আরো একটা ব্যাপার আছে।
এই ক্লায়েন্ট একেকটা কমপিউটারে একেকটা ব্রাউজারে আপনাকে নিজে সেট করে নিতে হবে। না হলে দেখবেন একেকটা জায়গায় একেকরকমের ফিড আসবে, :-)
এই ব্যাপারটা আপনি নানারকম ভাবে ব্যবহার করতে পারেন।